চালু হল মৌসুনি দ্বীপে পর্যটন
সেপ্টেম্বর 21, 2020 < 1 min read
চালু হল দক্ষিণ ২৪ পরগনায় মৌসুনি দ্বীপে পর্যটন
টানা প্রায় ছ’মাস ধরে বন্ধ থাকার পরে মঙ্গলবার থেকে চালু হল মৌসুনি পিকনিক স্পট। পর্যটকেরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন।
পর্যটকদের থাকায় জন্য প্রায় ৪০টি কটেজ আমপানে ভেঙে তছনছ হয়ে গিয়েছিল। করোনা আবহের জন্য কটেজ বন্ধ করে দেওয়া হয়। ফের আলোচনা করে চালু করা হয়েছে ওই পিকনিক স্পট।
এলাকার বাসিন্দারা জানান, এই দ্বীপের মানুষের চাষবাস ছাড়া অন্য কোনও কাজ নেই। পর্যটনকেন্দ্র বন্ধ হওয়ার পর থেকে অনেক যুবক-যুবতী কর্মসংস্থান হারিয়ে বেকারত্বে ভুগছিল। তাঁরা ফের কাজে যোগ দিয়েছেন।
মৌসুনি ক্যাম্প ওর্নাস অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন করোনা পরিস্থিতিতে সমস্ত নিয়ম মেনে চালু হল কটেজ। চিনাই নদী পার হয়ে ঘাটে উঠে, সেখান থেকে টোটোয় বসার আগে পর্যটকদের থার্মাল চেকিং করা হবে। তারপরেই কটেজে ঢোকার অনুমতি পাওয়া যাবে।সকলকে স্যানিটাইজ় করারও ব্যবস্থাও থাকছে। কটেজের মধ্যেও শারীরিক দূরত্ববিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে।
4 days ago
4 days ago
4 days ago
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে - NewszNow
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে NewszNow অর্থনীতি -4 days ago
4 days ago
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল - NewszNow
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল NewszNow রাজনীতি -