উদ্বাস্তু পরিবারদের জমির দলিল
অক্টোবর 4, 2020 < 1 min read

উদ্বাস্তু পরিবারদের জমির দলিল দেওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিল রাজ্য সরকার
চলতি আর্থিক বছরে কত উদ্বাস্তু পরিবারকে জমির দলিল দিতে হবে, তার লক্ষ্যমাত্রা স্থির করে দিল রাজ্য সরকার। যে সব কলোনির অনুমোদন সরকার দিয়েছে, সেখানে বসবাসকারী উদ্বাস্তু পরিবারগুলিকে আগামী ৩১ শে মার্চের মধ্যে এই দলিল তুলে দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
সবচেয়ে বেশি দলিল তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলাকে। উত্তর ২৪ পরগনাকে ২৮৬২টি দলিল তুলে দিতে হবে। দক্ষিণ ২৪ পরগনাকে দিতে হবে ৫৫৭টি, হুগলিকে দিতে হবে ৪৬৩, হাওড়াকে দিতে হবে ২৩৭টি, বীরভূমকে ৩৯৬টি উদ্বাস্তু পরিবারকে দলিল দেওয়ার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।
বাঁকুড়ায় ৯১ টি পরিবারকে, পূর্ব বর্ধমানে ৩০ টি ও পশ্চিম বর্ধমানের ৮টি পরিবারকে দলিল তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২৬৫টি উদ্বাস্তু পরিবারের হাতে জমির দলিল তুলে দেওয়া হয়েছিল।




4 days ago
4 days ago
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের - NewszNow
tinyurl.com
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের NewszNow বাংলা -4 days ago
4 days ago
4 days ago
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow