সব্জি চাষে স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিক সাহায্য
সেপ্টেম্বর 27, 2020 < 1 min read

অসময়ের সব্জি চাষে স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিক সাহায্য রাজ্যের
অসময়ের সব্জি চাষে লাভ হয় বেশি আর বাজারে তুলনামূলক বেশি দামে বিক্রি হয় সেই সব্জি। তাই ‘সিড বেড’ বা ‘ঝুলন্ত বীজতলা’ তৈরিতে জোর দেওয়া হচ্ছে।
প্রকল্প রূপায়ণে মূলত মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা অসময়ের সব্জি চাষে উদ্যোগী হলে তারা তিন থেকে আট হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান পাবেন। ফলে বাড়িতে বসেই গ্রামের মহিলারা ভালো উপার্জনের দিশা পাবেন
ইতিমধ্যেই পাঁচ হাজার কৃষককে ‘সিড বেড’ তৈরিতে সাহায্য করেছে। ‘আনন্দধারা’ প্রকল্পের আওতায় এই সুযোগ পাবে তারা। ঠিক হয়েছে, চাষের এই পরিকাঠামো তৈরির জন্য প্রাথমিক পর্যায়ে জেলাপিছু এক হাজার কৃষক আর্থিক অনুদান পাবেন।
কর্পোরেশনের হাতে থাকা অর্থের পাশাপাশি ১০০ দিনের কাজের তহবিল থেকেও ওই অনুদান দেওয়া হবে। বচেয়ে ছোট পরিকাঠামোর জন্য সাড়ে তিন হাজার টাকা মিলবে। আয়তন বাড়লে সাড়ে সাত থেকে আট হাজার টাকা পাওয়া যেতে পারে।




4 days ago
4 days ago
5 days ago
5 days ago
5 days ago
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow