অচেনা লক্ষ্মী ঠাকুর
অক্টোবর 30, 2020 < 1 min read

এবার কি বাঙালিদের চেনা লক্ষ্মী ঠাকুরকে ভুলে যেতে হবে?
বাংলায় উত্তর-ভারতীয় হিন্দি সংস্কৃতি চাপানোর একটা চেষ্টা চলে আসছে অনেকদিন থেকেই। এখন তাতে সরাসরি ইন্ধন যোগাচ্ছে কেন্দ্রে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল।
সে দুর্গা পুজো সম্বন্ধে ভুয়ো খবর প্রচার হোক বা যেন তেন প্রকারণে বাংলা ভাষা বা বাঙালিকে ছোট করে দেখানো হক, এসব তো এখন সোশ্যাল মিডিয়ায় রোজকার ব্যাপার।
কিন্তু এবার তো চোখ কপালে ওঠার মত ব্যাপার- স্বয়ং মা লক্ষ্মী ছবি নিয়ে রাজনীতি। লক্ষ্মী প্রতিমার চারটি হাত! বসে আছেন পদ্ম ফুলে! নেই গাছ কৌটো বা ধান।
এই ছবি দিয়ে টুইট করলেন এক কেন্দ্রীয় মন্ত্রী যিনি আবার বাঙালি! বাংলায় ধান, চাল, অন্নের প্রতীক হলেন লক্ষ্মী। আমাদের সাবেক দেব-দেবীদের মূর্তি বদলে ফেলে নিজেদেরকে বাংলার বা বাঙালি প্রতিপন্ন করার এ কেমন প্রচেষ্টা।




3 days ago
4 days ago
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের - NewszNow
tinyurl.com
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের NewszNow বাংলা -4 days ago
4 days ago
4 days ago
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow